ভোলা প্রতিনিধি। দ্বীপজেলা ভোলায় শৃঙ্খলা মেনে ও নকলমুক্ত পরিবেশে ২০২৪ ইং এর এস এস সি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন ভাবে সফল হয়েছে। এ বছর ভোলা জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন, ২৩ হাজার ৫৩৮ জন। যাদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৭২ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এস এস সিতে ১৬৬ জন, দাখিলে ১৭৭ জন ও ভোকেশনালে ২৯ জন রয়েছে।
অদ্য ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে ১০ ঘটিকার সময় ভোলা জেলার ৪৯ টি পরিক্ষা কেন্দ্রে শুরু হয়েছে তা চলে দুপুর ১ ঘটিকা পর্যন্ত। জেলার সব কয়টি কেন্দ্রে শান্তি ও সু-শৃঙ্খলা ভাবে এবং
নকলমুক্ত পরিবেশে শেষ হয়েছে এস এস সি পরিক্ষা।
পরীক্ষা শুরুর কিছুক্ষণের বিতর ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদেকুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও ভোলা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান উপস্থিত ছিলেন।
এ দিকে পরীক্ষা কেন্দ্র গুলোতে সকাল থেকে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশ। কেন্দ্রের ভেতর ও বাইরের প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা দেখা গেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ভিজিলেন্স টিম ছাড়াও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
কেন্দ্র পরিদর্শন শেষে ভোলার জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে কঠোর নির্দেশনা অবহ্যাত রয়েছে।