
ভোলা প্রতিনিধি- তানজিল হোসেন:: ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত টানা ১২ ঘণ্টার এ অভিযানে উপজেলার জনতা বাজার, পূর্ব তালতলী ও লতাখালী ঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ৪৫ টি সামুদ্রিক মাছ ধরার ট্রলার জব্দ করা হয়, যেগুলোর প্রতিটিতে বিপুল পরিমাণ বরফ সংরক্ষিত ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছু অসাধু জেলে ওই বরফ ব্যবহার করে নিষিদ্ধ সময়ে গোপনে মা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানকারীরা জব্দকৃত বরফ ধ্বংস করে দেন এবং জেলেদের সতর্ক করে নদীপথ ত্যাগের নির্দেশ দেন।
অভিযানে অংশ নেওয়া নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের ভাষ্য অনুযায়ী, সরকারের নির্দেশনা মোতাবেক মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় নদীতে টহলরত নৌযানগুলোতে উড়তে দেখা যায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের পতাকা।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য দেশের সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের অভিযান জেলেদের অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।