ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাদকসম্রাট সেলিমকে’ গ্রে ফ তা র করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৮, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

একাধিক মামলার আসামী মাদকসম্রাট সেলিম মিয়া ওরফে ‘কলা মস্তানকে’ গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সেলিম মিয়া ফেঞ্চুগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের হোসন মিয়ার পুত্র।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায়, একটি মাদকমামলায় ৩৬ দিন জেলে থাকার পর গত ১০ দিন আগে জামিনে বের হয় সেলিম। পরবর্তীতে আবারও মাদক ব্যবসা শুরু করলে শুক্রবার রাতে মাদকসহ পুররায় তাকে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে প্রায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।