
মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে রাতের আঁধারে ছাদাব ষ্টোরে বিকাশ ও মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে । গতকাল উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে হাইস্কুল পাড়া রোডে বিকাশ ও মুদি দোকানে প্রায় ৪০হাজার টাকার বিভিন্ন কোম্পানির সিগারেট, মিনিট কার্ড,এমবি কার্ড,ও নগদ টাকা চুরি সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,বাছির মিয়া বিকাশ ও মুদি ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।দোকানে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পাই পরে ভিতরে ঢুকে দেখি নগদ ২০হাজার ও মালামাল নিয়ে যায়।
জানা যায়, চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে। এসময় চোরেরা ক্যাশ বাক্সে তালা ভেঙে রক্ষিত নগদ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মোবাইল কার্ড, এমবি কার্ড চুরি করে নিয়ে যায়।
একেই রাতে বিভিন্ন স্থানে ৪/৫ জায়গায় চুরি ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাছির মিয়া জানান,আমি খুব কষ্ট করে দোকান চালাই।আমার সম্বল টুকু চোরেরা নিয়ে গেল।আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চোরদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চুরির ঘটনা শুনেছি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।