ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ত্রাণে আটার ব্যাগে বিপজ্জনক অক্সিকোডোনের অস্তিত্ব পেয়েছে গাজার সরকার

rising sylhet
rising sylhet
জুন ২৮, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

মার্কিন ত্রাণে আটার ব্যাগে বিপজ্জনক অক্সিকোডোনের অস্তিত্ব পেয়েছে গাজার সরকার।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই।

ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য।

মার্কিন ত্রাণ কেন্দ্রগুলোর বিতরণ করা আটার ব্যাগে বিপজ্জনক অক্সিকোডোনের অস্তিত্ব পেয়েছে বলে দাবি করেছে গাজার সরকার। বিবৃতির মাধ্যমে ন্যাক্কারজনক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানানো হয়েছে গাজা সরকারের মিডিয়া অফিসের পক্ষ থেকে।  খবর মিডল ইস্ট আইয়ের।

বিবৃতিতে গাজা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন নাগরিকের সাক্ষ্য নথিভুক্ত করা হয়েছে, যারা আটার ব্যাগের ভেতরে এই বড়িগুলো খুঁজে পেয়েছেন। সম্ভাবনা আছে, এই মাদকদ্রব্যগুলোর কিছু ইচ্ছাকৃতভাবে পিষে ময়দার মধ্যেই দ্রবীভূত করা হয়েছিল।

একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। যে যৎসামান্য ত্রাণ দেওয়া হচ্ছে ক্ষুধাপীড়িত গাজাবাসীকে, তা নিয়ে মিলেছে ভয়ংকর তথ্য।

অক্সিকোডোন হল একটি ওপিওয়েড, যা তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্যথার চিকিৎসার জন্য তৈরি। মূলত, ক্যান্সার রোগীদেরকে এ ওষুধ দেওয়া হয়।

ওষুধটি অত্যন্ত আসক্তিকর; শ্বাসকষ্ট এবং হ্যালুসিনেশনের পাশাপাশি জীবনও হুমকির মুখে ফেলে দিতে পারে এ মাদক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।