রাইজিংসিলেট- মালয়েশিয়া সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনন্য মুহূর্ত উপহার দিয়েছেন—নাচে মেতে উঠে! সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৭৯ বছর বয়সেও ট্রাম্প ড্রামের তালে উচ্ছ্বাসভরে নাচছেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ওয়াশিংটন থেকে প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে কুয়ালালামপুরে নামেন ট্রাম্প। বিমানবন্দরের টারমাকে স্থানীয় শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় তাঁকে। চারপাশে হাসিখুশি মুখ—মালয়, চীনা, ভারতীয় ও বর্নিওর আদিবাসী সম্প্রদায়ের নর্তকদের রঙিন পরিবেশনা ট্রাম্পের নাচে নতুন মাত্রা যোগ করে।
সেই মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তার সঙ্গে নাচে যোগ দেন। পুরো দৃশ্যটি দর্শকদের কাছে ছিল আনন্দ ও চমকের এক অনন্য সমন্বয়।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়ায় রীতিমতো উচ্ছ্বাস দেখা যায়। কেউ লিখেছেন, “ট্রাম্প আবারও নাচকে জনপ্রিয় করে তুলছেন!” অন্য কেউ মন্তব্য করেছেন, “এই বয়সেও এমন রিদম—অসাধারণ!”
মজার ছলে আরেকজন বলেন, “দেখে মনে হলো ট্রাম্প মালয়েশিয়ার ‘হাওয়াই ফাইভ-ও’ থিমে নিজের স্টেপ দেখিয়ে দিলেন!”
সব মিলিয়ে, ট্রাম্পের এই নাচ কেবল হাসি-আনন্দই নয়, কূটনৈতিক সফরের এক মানবিক ও স্মরণীয় রঙও যোগ করেছে।