
মহানগর বিএনপির অন্তর্গত ২২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাওনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ নভেম্বর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তার অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে শাওনের বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা, শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।