ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার সমিতি সিলেটের তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ ডিসেম্বর

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৭, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন “মৌলভীবাজার সমিতি, সিলেট” এর ২০২৫-২০২৬ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান এ তফসিল ঘোষণা করেন। এসময় অপর ২ নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক ও চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী আগামী ১০ডিসেম্বর, ২০২৪ইং খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১২ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২০ ডিসেম্বর বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপিল গ্রহণ ও শুনানি,  ২১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২২ ডিসেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ ডিসেম্বর (বুধবার) ২০২৪ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে নির্বাচন কমিশনার চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের বাসা নং-২৫, রোড নং-৪, ব্লক- জে, শাহজালাল উপশহর, সিলেট এর সাথে রাত ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

৭১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।