
বড়লেখা প্রতিনিধি::বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির মৌলভীবাজার জেলা যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ।
রবিবার (৯ নভেম্বর) রাতে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন সংগ্রহের পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম আহমদ লিখেছেন—
“আসসালামু আলাইকুম প্রিয় বড়লেখা–জুড়ী উপজেলার নাগরিকবৃন্দ। আলহামদুলিল্লাহ, আজকে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তারুণ্যের শক্তি জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মনোনয়ন ফরম কিনলাম। সকলের দোয়া ও সহযোগিতায় মৌলভীবাজার–১ হতে শাপলা কলি মার্কা নিয়ে আপনাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”
তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তামিম আহমদ জানান, তিনি এলাকায় উন্নয়ন, স্বচ্ছ রাজনীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান। স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।