
মৌলভীবাজার প্রতিনিধি ::মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মাংস বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে পশু জবাইয়ের অনুমোদন (লাইসেন্স) ছাড়াই মাংস বিক্রি করা হচ্ছে এবং মাংসের মান নিম্নমানের। এ কারণে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন এর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত টিম। এতে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,জনস্বাস্থ্য সুরক্ষায় অননুমোদিত ও নিম্নমানের মাংস বিক্রি রোধে এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন তদারকির দাবি জানিয়েছেন।