
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের মল্লিক সরাই গ্রামে বাবার মারপিটে তিন বছরের শিশু রাকিবের মৃ’ত্যু হয়েছে। বুধবার রাতে সাড়ে ৯টার দিকে এ ঘ’ট’না ঘটে।
নিহত রাকিব (৩) কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ আব্বাস মিয়া ও মা দীর্ঘদিন ধরে মল্লিক সরাই গ্রামের মৃ’ত লেফাজ মিয়ার বাড়িতে থেকে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে রাকিবের বাবা আব্বাস মিয়া তার ওপর বেধড়ক মারপিট করেন। এতে শিশুটির মাথার ডান পাশের হাড় ভেঙে যায় এবং সে গুরুতর আ’হ’ত হয়। পরে স্থানীয়রা রাকিবকে উ’দ্ধা’র করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
এঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে।