
গণমাধ্যমগুলো বহুদিন ধরে সরব ছিলো সিলেট-ঢাকা মহাসড়কে যানজট নিয়ে । প্রায় নিয়মিত যাত্রীদের দুর্ভোগ ও যন্ত্রণা নিয়ে নিয়মিতই প্রকাশ করা হচ্ছে বড়বড় প্রতিবেদন।
এবার জানা গেল, যানজটে এই অবর্ণনীয় দুর্ভোগের জন্য দায়ী ট্রাফিক বিভাগের গাফিলতি। আর যিনি দায়ী করছেন তিনিও যেনতেন কেউ নন, স্বয়ং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খাঁন। তিনি স্বস্তির খবরও জানালেন।
বুধবার (৮ অক্টোবর) তিনি নিজে প্রত্যক্ষ করে গেলেন সিলেট-ঢাকা মহাসড়কে যাতায়াতকারী যাত্রী ও চালকদের দুর্ভোগের চিত্র। এমনকি নিজেও সেই দুর্ভোগের শিকার হয়েছিলেন।
সরকারের সংশ্লিষ্ট কর্তারা ছিলেন অনেক কুম্ভকর্ণের নিদ্রায়। আশ্বাস দিয়ে যাওয়া ছাড়া আর তেমন কিছুই করেননি তারা। এক্ষেত্রে তাদের অজুহাতের কোনো অভাবও থাকেনা।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়েছিলেন। পরে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে পৌঁছে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যে যানজট সৃষ্টি হচ্ছে তার জন্য দায়ী ট্রাফিক বিভাগের গাফিলতি। বিষয়টি দ্রুত সমাধান করা হবে। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলব।
এমন বক্তব্য জেনে এই রাস্তায় নিয়মিত যাতায়াতকারী ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী আব্দুল করিম (৫৫) এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, হ, করবেন। করেন করেন। জলদি করেন। ভুইলা যাইয়েন না আবার।