
রাইজিংসিলেট- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক আজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আসন্ন আলাস্কা বৈঠনের আগে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, জেলেনস্কি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ডাউনিং স্ট্রিটে পৌঁছাবেন। এর আগের দিন স্টারমার বলেন, ইউক্রেন সংঘাতে এখন একটি “বাস্তবসম্মত” যুদ্ধবিরতির সুযোগ সৃষ্টি হয়েছে।
এদিকে শুক্রবার আলাস্কার একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর এই প্রথমবারের মতো পুতিন পশ্চিমা কোনো দেশে যাচ্ছেন। সেই আক্রমণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
রাশিয়ার নতুন করে সামরিক তৎপরতা এবং জেলেনস্কিকে আসন্ন বৈঠকে আমন্ত্রণ না জানানো—এই দুই কারণে উদ্বেগ বাড়ছে। অনেকের আশঙ্কা, ট্রাম্প ও পুতিন এমন একটি সমঝোতায় পৌঁছাতে পারেন, যা ইউক্রেনকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করতে পারে।