ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র সফর নিয়ে মুখ খুললেন বাপ্পী চৌধুরী, ‘দেশ ছেড়ে পালাইনি’

rising sylhet
rising sylhet
অক্টোবর ২০, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তার এ সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠে—তিনি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং আর ফিরবেন না। তবে এসব গুজবকে সরাসরি অস্বীকার করেছেন এ অভিনেতা।

একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পী বলেন, “আমি নিজেও অনেক জায়গায় দেখেছি, লেখা হয়েছে আমি নাকি পালিয়ে গেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কোথাও পালিয়ে যাইনি। বিদেশে স্থায়ী হওয়ারও কোনো ইচ্ছা নেই আমার। আমি হোমসিক, পরিবার ছাড়া থাকতে পারি না।”

তিনি আরও বলেন, “অনেকে বলছে, সিনেমায় কাজ নেই বলে নাকি আমি বিদেশে গিয়েছি। তাদের বলতে চাই, সিনেমার বাইরেও বাপ্পীর চলার পথ আছে।”

যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে বাপ্পী জানান, তিনি সেখানে গিয়েছিলেন ব্যবসায়িক কাজের জন্য। কয়েকজন বায়ারের সঙ্গে বৈঠক এবং একটি বাণিজ্য সম্মেলনে (চেম্বার অব কমার্স সামিট) অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পাশাপাশি কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন বলে জানান তিনি।

বাপ্পী জানান, তিনি অনেক দিন দেশের বাইরে যাননি। তাই এই সফরের মধ্য দিয়ে কিছুটা ভ্রমণের সুযোগও হয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বাপ্পী চৌধুরীর। এরপর এক যুগের বেশি সময় ধরে তিনি ঢালিউডে কাজ করছেন এবং ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘সুইটহার্ট’, ‘এপার ওপার’, ‘সুলতানা বিবিয়ানা’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

উল্লেখ্য, তিনি গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।