যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোলায় সকাল পর্যন্ত ১২ ঘন্টায় আওয়ামী লীগ নেতাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের ভোলা সদও থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম (৪১), মো. সুজন মাতাব্বর (৩২), ফেরদৌস আহমেদ (৪৫), রুহুল আমিন মোল্লা (৫০), ইসমাইল মোল্লা (৩০), টিএম সিরাজুল আলম (৪৮), আব্বাস ক্কারী (২৯), মো. ফরিদ দালাল (৫০), জামাল উদ্দিন (৫৫), মো. সামসুদ্দিন পালোয়ান (৫০), মো. ফরিদ শনি (৫২), মো. মফিজুল ইসলাম (৭৫), মো. মানিক মেম্বার (৫৫), আব্দুর রউফ (৭৬)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, সোমবার সকাল ১০টা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ১৪ জন ও পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়।
২৬ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।