ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক সংস্কারে ব্যর্থতার অভিযোগ ছাত্রশিবির সভাপতির

rising sylhet
rising sylhet
আগস্ট ১৬, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- রাজনৈতিক সংস্কারে ব্যর্থতার অভিযোগ ছাত্রশিবির সভাপতির। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে দেশের প্রধান দলগুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ১৬ আগস্ট, শনিবার সকালে রংপুর মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে দেশে দমন-পীড়ন ও স্বৈরশাসনের যে ধারা চলেছে, তা থেকে একটি ইতিবাচক পরিবর্তনের আশা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতালোভের কারণে সেই সংস্কারের পথ থেকে সরে এসেছে।

তিনি অভিযোগ করেন, “জুলাই স্পিরিট” ধারণা করেও গত এক বছরে কোনো বাস্তব সংস্কার হয়নি। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার অভাব এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার কারণেই স্থায়ী পরিবর্তন সম্ভব হয়নি।

ছাত্রশিবির সভাপতি আরও বলেন, অতিমাত্রায় ক্ষমতাকেন্দ্রিক মানসিকতা জাতীয় অগ্রগতিকে ব্যাহত করছে। দেশের মানুষ এখন একটি স্থায়ী পরিবর্তনের প্রত্যাশায় আছে, কিন্তু রাজনীতিকদের প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হচ্ছে না।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাবেক আমির ও সাবেক এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, মহানগর জামায়াত সভাপতি নুরুল হুদা, ছাত্রশিবিরের মহানগর সভাপতি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।