ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল

rising sylhet
rising sylhet
নভেম্বর ৪, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

দখলদার ইসরায়েল দুই বছর ধরে রক্তক্ষয়ী সামরিক অভিযান চালালেও তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

খলিল আল হাইয়া বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল দুটি। এক. গাজা উপত্যকা পুরোপুরি দখল করা এবং প্রায় ২০ লক্ষ মানুষকে জোরপূর্বক উৎখাত করা। দুই. বন্দিদের মুক্ত করা।

শীর্ষ এই হামাস নেতা গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দখলদার শক্তি গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অবৈধ বাধা সৃষ্টি করছে।

হামাস নেতার মতে, ইসরায়েল উভয় উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে। গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে, হাইয়া স্পষ্ট করেন যে চুক্তির শর্তানুসারে হামাস বাকি জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেবে।

খলিল আল হাইয়া পুনর্ব্যক্ত করেন যে হামাস ইসরায়েলকে নতুন করে কোনো আগ্রাসনের অজুহাত দেবে না। তার কথায়, তাদের অস্ত্র কেবল প্রতিরোধের প্রতীক, যা দখলদারিত্ব শেষ হলে রাষ্ট্রের অধীনে চলে যাবে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, আমেরিকান কর্মকর্তারা প্রতিদিনই বলছেন “যুদ্ধ শেষ,” কিন্তু গাজার বর্তমান বাস্তবতা ভিন্ন। হাইয়ার দাবি, মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।