এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ১৬ জন জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে অভিযান পরিচালনা করে ১৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রুহুল আমিন (৩৬), সুজেল চৌধুরী (৩৪), কিবরিয়া আহমদ (৩৯), শামীম হোসেন (৪০), মো. রাসেল (৪০), মো. শাহীন (৫৩), আল আমিন (২৭), খুরশেদ আলম (৫৫), মো. রুবেল মিয়া (৪০), সাগর মিয়া (২৯), নুর মিয়া (৪৬), মুন্না আহমদ (২৯), মিলাদ মিয়া (৩৯), আশিকুল রহমান (৩৬), আছগর আলী (৩৭), বাবুল মিয়া (৪৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১৫২, তাং-২৪/১০/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’