ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুভ উদ্ভোদন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  ” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে

লাখাই উপজেলা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১৭ জানুয়ারি উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল খেলার উদ্ভোধনি অনুষ্টান হয়।অনুষ্টান শেষে স্বাগতিক বামৈ ইউনিয়ন ও করাব ইউনিয়েনের মধ্যকার ফুটবল ম্যাচ দিয়ে শুরু হয় বালক (অনুর্ধ-১৭) ২০২৫ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।

খেলায় প্রধান অতিথি লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা তার বক্তব্যে তিনি বলেন আজকের এই মনোমুগ্ধকর ফুটবল খেলার আয়োজন উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং শারীরিক সুস্থতার প্রতীক। আমাদের তরুণ প্রজন্মকে ফুটবলের মতো খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে আমরা সবাইকে উৎসাহিত করতে চাই। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি আমাদের জীবনে অধ্যবসায়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য শেখায় আমি এই আয়োজনের সাথে যুক্ত সকল সংগঠক, খেলোয়াড় এবং দর্শকদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: নুরুল আমীন , প্রধান শিক্ষক, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় ।

উদ্ভোধনি অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি কর্মকর্তা বৃন্দ ।

৩৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।