ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ জাতীয় বিশব্বিদ্যালয়ের আনচলিক কেন্দ্র উদ্বোধন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৭, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জাতীয় বিশব্বিদ্যালয়ের আনচলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে । শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার দাউদনগর বাজার সোনালী ব্যাংক লিমিটেড শাখা উপরে আনচলিক কেন্দ্র উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জের তথা হবিগঞ্জের কৃতি সন্তান জাতীয় বিশব্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ ।

হবিগঞ্জ আনচলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল সালাম ইকবাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের কৃতি সন্তান হবিগঞ্জ কৃষি বিশব্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ , উপাচার্যের একান্ত সচিব আমিনুল আকতার , জাতীয় বিশব্বিদ্যালয়ের পরিচালক জসিম উদ্দিন , সফিউল করীম , মুসলেহ উদ্দিন , নজরুল ইসলাম , সিলেট আনচলিক কেন্দ্রের পরিচালক আবু হুরায়রা ।

এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা , উপজেলা বিএনপি সভাপতি ও নুরপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান সমাজ সেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল , শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি , পৌর সভা যুবদলের আহবায়ক ও প্রভাষক মোঃ কামরুল হাসান রিপন । প্রধান অতিথি জাতীয় বিশব্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলেন , খুব শীঘ্রই স্থায়ী ভাবে শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ জাতীয় বিশব্বিদ্যালয় আনচলিক কেন্দ্র ও ট্রেনিং সেন্টার নির্মান করা হবে । তিনি আরো বলেন , শায়েস্তাগঞ্জে সাইন্স এন্ড টেকনোলজি কলেজ প্রতিষ্ঠা করার জন্য আশ্বাস দেন এবং সর্ব দিকে সহযোগিতা করবেন বলে জানান ।

৪৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।