
রাইজিংসিলেট- জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ। রোববার (৩ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন, দুপুর নাগাদ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শাহবাগ চত্বর।
শাহবাগ মোড়ে নির্মিত মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা। এ উপলক্ষে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে অ্যাম্বুলেন্স চলাচল চালু রয়েছে।
নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিল করে সমাবেশস্থলে আসেন। স্লোগান ছিল— ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
বিভিন্ন জেলার নেতারা জানান, ‘জুলাই সনদ’ কার্যকরের দাবি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণেই তারা এসেছেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “আমরা ইতিবাচক ও গ্রহণযোগ্য ছাত্ররাজনীতি গড়তে চাই।”
সমাবেশে ভার্চ্যুয়াল মাধ্যমে ভাষণ দেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীবাসীকে পড়তে হচ্ছে যানজট ও দুর্ভোগে।