
রাইজিংসিলেট- শিবগঞ্জ এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন ছিলেন। দোকান থেকে মালামালসহ নগদ অর্থও চুরি হচ্ছিল। এ অবস্থায় বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে শিবগঞ্জের একটি দোকানে চুরি করতে গিয়ে ব্যবসায়ী নেতাদের হাতে আটক হয় মনির হোসেন (৩৪) নামের এক ব্যক্তি। পরে তাকে শাহপরাণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মনির জানান, তিনি মানিকগঞ্জ জেলার রায়দক্ষিণ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির আরও জানান, চুরির কাজে তার সঙ্গে আলামিন ও জীবন নামের দুজন সহযোগীও ছিল। ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করার পর ওই দুই সহযোগী তাকে দু’দফায় মোট ৯০০ টাকা দেয়। চুরির উদ্দেশ্যে তিনি কয়েক মাস ধরে শিবগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন বলেও স্বীকার করেন।