
রাইজিংসিলেট- আজ ২২ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব গন্ডার দিবস। গন্ডার সংরক্ষণ ও এই বিপন্ন প্রাণী সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালিত হয়। বিশ্বের বিভিন্ন সংরক্ষণ সংগঠন, বন বিভাগ এবং পরিবেশবাদী প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে।
বিশ্ব গন্ডার দিবস প্রথম চালু হয় ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়, যেখানে গন্ডার শিকার ও পাচার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়। এরপর থেকে এটি একটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং এখন প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিশ্বে পাঁচ প্রজাতির গন্ডার রয়েছে—সাদা গন্ডার, কালো গন্ডার, ভারতীয় গন্ডার, জাভান গন্ডার ও সুমাত্রান গন্ডার। এর মধ্যে অনেক প্রজাতিই চরমভাবে বিপন্ন। মূলত শিং-এর জন্য চোরাশিকারিদের লোভের শিকার হচ্ছে এই নিরীহ প্রাণীগুলো। দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও নেপালে গন্ডার সংরক্ষণে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হলেও অবৈধ শিকার এখনো বড় হুমকি হিসেবে রয়ে গেছে।
বাংলাদেশে গন্ডার প্রজাতির প্রাণী বর্তমানে বিলুপ্ত, তবে পরিবেশ ও বন সংরক্ষণ সংস্থাগুলো মনে করে, প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণ এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় আবারও গন্ডার পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হতে পারে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সচেতনতামূলক র্যালি, সেমিনার ও শিশু-কিশোরদের নিয়ে শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করেছে। পরিবেশবিদরা বলছেন, শুধু একদিন নয়, সারাবছর ধরেই গন্ডারসহ সকল বিপন্ন প্রাণী রক্ষায় কাজ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, অবৈধ শিকার বন্ধে কঠোর আইন প্রয়োগ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিই গন্ডার সংরক্ষণের মূল চাবিকাঠি।