
রাইজিংসিলেট- ‘শ্বশুরবাড়িতে ঈদ’ ছাড়িয়ে গেল ‘বড় ছেলে’কে। বাংলা নাটকের ইউটিউব ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মাত্র ১৪ মাসে নাটকটি অতিক্রম করেছে ৬ কোটি ভিউয়ের গণ্ডি, যা এ পর্যন্ত কোনো বাংলা নাটক অর্জন করতে পারেনি। এর মধ্য দিয়ে দীর্ঘ আট বছর ধরে শীর্ষে থাকা ‘বড় ছেলে’ নাটকটিকে পেছনে ফেলে দিয়েছে এটি।
মহিন খান পরিচালিত এ নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। গল্পটি আবর্তিত হয়েছে ঈদ উপলক্ষে জামাইয়ের শ্বশুরবাড়িতে আসা এবং সেখানে ঘটে যাওয়া নানা হাস্যরসাত্মক ঘটনার ওপর ভিত্তি করে। বিশেষ করে শ্বশুরের কৃপণতা ও ঈদের ফিতরা-জাকাত নিয়ে টানাপড়েন দর্শকদের বিনোদিত করেছে।
পরিচালকের মতে, নাটকে একটি সামাজিক বার্তা থাকলেও তা উপস্থাপন করা হয়েছে হালকা ধাঁচের কমেডির মাধ্যমে, যা দর্শকদের বেশি টেনেছে।
বর্তমানে ভিউয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বড় ছেলে’ (৫ কোটি ৪৮ লাখ ভিউ)। আর তৃতীয় স্থানে আছে ‘ভুলো না আমায়’, যা দেখা হয়েছে ৫ কোটি ৬ লাখের বেশি বার।