
দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর সিলেটের তামাবিল।এখানে কয়েক হাজার শ্রমিক,মালিক এবং সরকারি – বেসরকারি কর্মচারী রয়েছেন।
শুস্ক মৌসুমে জনগুরুত্বপূর্ণ এই বন্দরে ধুলাবালির পরিমানটা বেড়ে যায়। এরই প্রেক্ষিতে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের একটি গাড়ী নিয়মিত তামাবিলে ধুলাবালি নিয়ন্ত্রণে পানি দিত যা বৃহত্তর এই বন্দরে জন্য পর্যাপ্ত ছিলনা।এমতাবস্থায় তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং চট্ট ২২১৪ এর সভাপতি-সম্পাদক সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন করেন।এরই প্রেক্ষিতে ৩ ডিসেম্বর বুধবার সকালে শ্রমিকদের সুরক্ষার কথা ভেবে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ আরও একটি পানির গাড়ীর উদ্ভোদন করেন।
এসময় উপস্থিত ছিলেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী মো: ফখরুল ইসলাম,আব্দুল মান্নান,সিলেট জেলা বিএনপি নেতা আবুল কাশেম,ব্যবস্যায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন,ম্যানেজার স্টাফ সংগঠনের অন্যতম সংঘটক সিদ্দিকুর রহমান,ট্রেড ইউনিয়নের সভাপতি মো: মনির হোসেন,সাধারণ সম্পাদক দিলীপ শর্মা ও কার্যকরী কমিটির সদস্য,সাধারণ শ্রমিক বৃন্ধ।