শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছেন শরিফুল ইসলাম। প্রথমে ফিফটির দিকে ছুটতে থাকা পাথুম নিসাঙ্কাকে (৪০) লেগ বিফোরের ফাঁদে ফেলে এবং পরের ওভারে ফিফটির দেখা পাওয়া কুশল মেন্ডিসকে (৫০) তাসকিন আহমেদের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসারের বলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩১ রান।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও আগে ব্যাটই করতে চেয়েছিলেন। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সতর্ক শুরু করেছিলেন দুই ওপেনার নিসাঙ্কা ও করুনারত্নে। দারুণ বোলিং করতে থাকা বাংলাদেশি পেসারদের ভালোই সামলাচ্ছিলেন তারা।
শরিফুলের পরবর্তী ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটির দেখা পান মেন্ডিস। কিন্তু ওভারের পঞ্চম বলে থার্ড ম্যান অঞ্চলে থাকা তাসকিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লঙ্কান টপ অর্ডার ব্যাটার। ৭৩ বলে ঠিক ৫০ রানে আউট হয়েছেন তিনি।