শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশেকে হারতে হয়েছে বেশ বড় ব্যবধানে। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে কেবল জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও।
বেশ বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে এমন শুরুতে হতাশ সমর্থকরা। এমন পরাজয়ের পরও প্রতিক্রিয়া জানাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাধারণত নিয়মিতই জয় বা হারের পর প্রতিক্রিয়া জানান তিনি।
বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ম্যাচে নাজমুল হোসেন শান্ত ৮৯ রান করেন, এছাড়া আর কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি।
তবে শুক্রবার গণমাধ্যমকর্মীরা পাপনের প্রতিক্রিয়া জানতে চাইলে পাপন বলেন, ‘কি কথা বলবো? ক্যাপ্টেন কোচ কারো সাথেই তো কথা হয়নি!’ এরপর আর কোনো কিছু না বলেই বাসার ভেতরে চলে যান পাপন।
১২১ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।