মাদক বিরোধী উঠান বৈঠকে সমন্বয়কের পরিচয় দেওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছে মাহফুজুর রহমান (২২) নামে এক ছাত্রলীগ নেতা।
আটককৃত মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য। ছাত্রলীগের অপকর্ম ঢাকতেই সে কৌশলে সমন্বয়কের পরিচয় দিয়ে বেড়ান।
স্থানীয়রা জানায়, রোববার রাতে জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ নয়াপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া খেলা রোধ ও মাদক বিরোধী উঠান বৈঠকে যোগ দেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান নিজেকে সমন্বয়ক এর পরিচয় দিয়ে কথা বলেন।
পরে স্থানীয়রা তাকে ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করলে পুলিশ তাৎক্ষণিক মাহফুজুর রহমানকে আটক করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মাহফুজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী । বৈষম্যবিরোধী কমিটিতে ঢুকে গোপন তথ্য ছাত্রলীগের কাছে পাচার করতো। নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।
আটককৃত মাহফুজকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।