
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বারহাল ছাত্র পরিষদ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে শাহগলী বাসস্ট্যান্ডে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মামলার মূল অভিযুক্তকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে এফআইআরে তার নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাল ডিগ্রি কলেজের গভার্নিং বডির সভাপতি ফয়জুল হক চৌধুরী, শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক খান, বিএনপি নেতা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, বুরহান উদ্দিন রনি, সাদিক আহমেদ তাপাদার, সাইফুর রহমান, সাফায়েত রশিদ চৌধুরী, সুলেমান আহমেদ, শাহীন আহমেদ ও তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।