ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সর্বাত্মক হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৮, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবীতে রোববার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টা সিলেটের সর্বত্র সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার ও তার আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধিনে দেখে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। এই আন্দোলন মানুষ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন, এই আন্দোলন বেঁচে থাকার নিশ্চয়তার জন্য। তাই এটি শুধু বিএনপির আন্দোলন নয়, এটি দেশের সর্বস্তরের জনগণের আন্দোলন।

জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, আগামী ৪৮ ঘন্টার হরতার কর্মসূচি সিলেটের সর্বত্র সর্বাত্মক সফল করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ, চলমান মুক্তির লড়াইয়ে অংশ নেয়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর প্রতি আহবান জানান।

১৮৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।