
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন মৃত্যুবরণ করেছেন।
আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় বদরুজ্জামান সেলিম বলেন, মোহাম্মদ আবুল হোসেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। বহু বছর ধরে তিনি সুনামের সাথে সাংবাদিকতার মতো মহান পেশায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হলো। তাঁর কাজ ও নিবেদন সিলেটের সাংবাদিকতার ইতিহাসের অংশ হয়ে থাকবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বদরুজ্জামান সেলিম।