ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিনের পরিবারের পাশে গাজীপুর সিটি করপোরেশন

rising sylhet
rising sylhet
আগস্ট ১৬, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সাংবাদিক তুহিনের পরিবারের পাশে গাজীপুর সিটি করপোরেশন। গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সিটি করপোরেশন। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নিহত তুহিনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা, দুই শিশু সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম (৩)সহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রশাসক। তিনি জানান, পরিবারটির পাশে ভবিষ্যতেও সিটি করপোরেশন থাকবে।

প্রশাসক বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন একজন সাহসী ও সৎ কলমযোদ্ধা। তাঁর নির্মম মৃত্যু আমাদের গভীরভাবে কষ্ট দিয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও জানান, “আজকের সহায়তা একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। তুহিনের সন্তানদের ভবিষ্যৎ গড়তে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। তুহিনের স্ত্রী বলেন, “আজকের এই সহানুভূতি প্রমাণ করে, আমরা একা নই। প্রশাসন ও সমাজ আমাদের পাশে রয়েছে।”

দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, “তুহিনের পরিবারের পাশে দাঁড়িয়ে গাজীপুর সিটি করপোরেশন যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমরা কোনোদিন ভুলবো না।” তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তুহিনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটি করপোরেশনের সচিব আল আমিন পারভেজ। এতে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। হত্যাকাণ্ডের পর থেকেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তার পরিবারের পাশে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।