
সিলেটের সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক ও দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক বাবর হোসেনের বিকাশ একাউন্ট থেকে প্রতারকচক্র হাতিয়ে নিয়েছে ৪৫ হাজার টাকা।
এ ঘটনায় সাংবাদিক বাবর হোসেন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং- ৪৬০, তারিখ- ০৮/১০/২০২৩ইং। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, ৭ অক্টোবর শনিবার তিনির ব্যবহৃত মোবাইল নাম্বারের বিকাশে অপরিচিত একটি নাম্বার থেকে ১৮শত টাকা আসে। ঐ টাকার মালিক পরিচয়ধারী প্রতারকচক্র টাকা ফেরত নেওয়ার জন্য ফোন দিয়ে কৌশলে মোবাইল হ্যাক করে বিকাশ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা(পিপিএম) জানান, প্রযুক্তির সহায়তায় প্রতারকদের ধরতে আমরা চেষ্ঠা অব্যাহত রাখবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।