
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ২৬ নভেম্বর ২০২৫ইং, বুধবার, সকাল ৯:৩০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট সাঈদা পারভীন বলেন, বাংলাদেশের এসএমই খাতকে এগিয়ে নিতে প্রযুক্তিগত উন্নতির বিকল্প নেই।
আগামী দিনে বিশ্ববাণিজ্য ও অর্থনীতিতে টিকে থাকতে হলে আমাদের উদ্যোক্তাদের ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের অনেক উদ্যোক্তা বর্তমানে ই-কমার্স সাইট ব্যবহার করেন এবং অনলাইনে আর্থিক লেনদেন করে থাকেন, কিন্তু ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ে সম্যক ধারণা না থাকায় অনেক সময় তারা হ্যাকিং এর স্বীকার হন। সেবিষয়টি বিবেচনা করে আমরা ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ক কর্মশালাটি আয়োজন করেছি। ২ দিনব্যাপী কর্মশালাটি আয়োজনে এগিয়ে আসার জন্য তিনি এসএমই ফাউন্ডেশন ফাউন্ডেশন ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)-কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো. মোস্তাফিজুর রহমান, জাইকা’র চীফ এডভাইজার শজি আকিহিরো, সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক।
উপস্থিত ছিলেন জাইকা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর কাতসুকি নাহো, জাইকা-বিসিসি-বেসিস টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্ট এর এডমিন অফিসার ফারজানা শার্লিন, বিভিন্ন সেক্টরের ২০ জন প্রশিক্ষণার্থী ও সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ।