ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাতজন জুয়াড়িকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে সাতজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের বাহুবল থানার সুলতানশী গ্রামের জুহুর আলীর ছেলে মোঃ জালাল মিয়া (৩৬), নেত্রকোনা জেলার নেত্রকোণা থানার শ্রীধরপুর গ্রামের হরুছন মিয়ার ছেলে এবং বর্তমানে বাদাম বাগিচা এলাকায় বসবাসরত রনজু মিয়া (৪৫), চৌকিদিঘি এলাকার সিলসিলা গলির রফিক মিয়ার ছেলে সেকন মিয়া (৪০), সুনামগঞ্জের দিরাই থানার ঢুলহব থানার আলকাছ মিয়ার ছেলে এবং বর্তমানে বাদাম বাগিচা এলাকায় বসবাসরত মো. ফজলু মিয়া (৫৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আমরাইল চা বাগান এলাকার হেমন্ত দাসের ছেলে হিরন দাস (২১), একই এলাকার সুরেশের পুত্রর রিপন (২১) এবং সিলেটের বিমানবন্দর থানার দলদদি চা বাগান এলাকার হরেন দাসের ছেলে সিপন দাস (২০)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।