
রাইজিংসিলেট- সিলেটের জনপ্রিয় পর্যটনস্পট সাদাপাথরে এখন থেকে শুধু পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। অন্য সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার বিকেলে এলাকাজুড়ে মাইকিংয়ের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে শুরু করে সাদাপাথর পর্যন্ত শুধু পর্যটকদের বহনকারী নৌকা চলবে। অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত নৌকা এই এলাকায় প্রবেশ করতে পারবে না।
স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে ধলাই নদী ও সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল একটি চক্র। এসব কার্যক্রম বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ তার ব্যক্তিগত ফেসবুক পেজে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনাটি সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে এবং কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।