
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজ এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১০ টায় উপজেলার আল হেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাঁকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি ডিগ্রী কলেজ এর অধ্যাপক আব্দুস সালাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আখতার জাহান আঁখি, আল হেলালাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ এর কলেজ ইনচার্জ দেলোয়ার হোসেন। ম্যানেজিং কমিটির সদস্য নজিবর রহমান, সাদেকুল হক শাহ্ চৌধুরী,আমিনুল হক প্রমুখ।
এসময় অত্র কলেজ এর সকল শিক্ষক/ শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়ার অনুষ্ঠান শেষে নির্বাচনী পরীক্ষায় জিপি এ ৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।