ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার আশড়ন্দ বাজারে ভয়াবহ অ গ্নি কা ন্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামার পুড়ে ছাই

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৪, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে জৈনক মজিবর রহমানের একটি মুদিখানা দোকান ও দোকানে থাকা সকল মালামাল সামগ্রী পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের সময় আইহাই ইউনিয়নের ইউনিয়ন সদর আশড়ন্দ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে বাজারের প্রায় সকল লোকজন তাদের দোকান পাট বন্ধ করে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ প্রায় শেষের দিকে কিছু লোকজন বাজারে আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে মসজিদের মাইকেও আগুনের এলান প্রচার করা হয় এবং মসজিদের সকল মুসুল্লিগন এক যোগে আগুন নেভাতে এগিয়ে আসে। সাপাহার উপজেলার ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ্য মজিবর রহমান জানান যে হঠাৎ আগুনের সূত্রপাতে আমার দোকানের সকল মালামাল ও সাথে সংযুক্ত দুটি গুদামঘর পুড়ে অনুমান কয়েক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামনুজ্জামান জানান যে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মহুর্তে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ধরেনি।

তবে দোকানদার মজিবরের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৫১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।