ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৩১, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: কৃষি প্রধান দেশ আমাদের এ সবুজ শ্যামল বাংলাদেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের উৎপাদন হয় আমাদের এ দেশে। চলতি মৌসুম চলছে গম চাষের। আর এরই ধারাবাহিকতায় শস্যভাণ্ডার খ্যাত নওগাঁর সাপাহারে এই মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন গমচাষীরা।

অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি জানান, চলতি মৌসুমে সাপাহার উপজেলার বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হচ্ছে। ব্যাপক ফলন সহ ভালো দামের আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার গমচাষীরা।
তিনি আরোও বলেন, বর্তমান সময়ে গমের ব্লাষ্ট রোগের সম্ভাবনা থাকলেও নাটিভো,থিওভিট,প্রভেক্স ইত্যাদি দ্বারা গমের বীজ শোধন করা হচ্ছে। যার ফলে এই ধরণের রোগ গমকে আক্রমন করতে পারবেনা।

আর এই কারনে এটির উপর ভিত্তি করে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন এলাকার কৃষক মহল ।চলতি বছরে প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৪ মেট্রিকটন গমের ফলন হতে পারে বলে জানিয়েছেন সাপাহার উপজেলা কৃষি অধিদফতর।

এ ব্যাপারে উপজেলার অনেক গমচাষীদের সাথে কথা হলে তিনারা জানান, ‘চলতি মৌসুমে উপজেলা কৃষি অধিদফতরের বিভিন্ন সহযোগীতা ও পরামর্শের ফলে গমের রোগ বালাই নাই বললেই চলে। যাতে করে আমরা এ বছর প্রতি বিঘায় ১৫ থেকে ১৭ মন গম পাব বলে আশা করছি’।

মাটির অনুকূলতার কারনে এই উপজেলায় প্রায় সব ধরণের ফসল উৎপাদন হয়। যার ফলে সারদেশের উত্তরাঞ্চলের এই জেলা শস্যভাণ্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছে।
সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে এই বছর উপজেলার প্রত্যেক অঞ্চলে গমের বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার গম চাষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।