
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁর সাপাহার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
বুধবার বিকেল ৪ টায় সাপাহার জিরো পয়েন্টে শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকাগণ একযোগে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার শিক্ষক সমিতির সভাপতি জাকারিয়া আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মুকুুল,জয়পুর রাজ্যধর স্কুলের সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন,সাপাহার প্রাথমিক শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লুলু প্রমুখ।
এসময় মানববন্ধন এ প্রায় সকল স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।