ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ভয়াবহ অ গ্নি কা ণ্ডে সর্বস্ব হারানো আলতাফের পাশে অধ্যক্ষ মাহবুবুল আলম

rising sylhet
rising sylhet
আগস্ট ২৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মাওলানা আলতাফ হোসেনের পাশে দাঁড়ালেন নওগাঁ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

গত শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আলতাফ হোসেনের বসতবাড়িতে। অগ্নিকাণ্ডে তার ঘরবাড়ি, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, পোশাক-পরিচ্ছদসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় পরিবারটি চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়।

রবিবার (আজ) সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান অধ্যক্ষ মাহবুবুল আলম। তিনি আলতাফ হোসেনের হাতে নগদ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং পুনর্বাসনের ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন,
“মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার মূল শিক্ষা। আমি চেষ্টা করেছি সামান্য কিছু সহযোগিতা করার। তবে এই পরিবারটির পূর্ণ পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান এবং সরকারকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি শুধু নির্বাচনের সময় নয়, বরং প্রতিনিয়ত জনগণের পাশে থাকাটাই কর্তব্য বলে মনে করি।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুণ, ৫ নং পাতাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী।

অধ্যক্ষ মাহবুবুল আলমের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলেই এবং সমাজের অন্যান্য ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মাওলানা আলতাফ হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,”আমরা চোখের সামনে সবকিছু হারিয়ে ফেলেছি। এমন অবস্থায় অধ্যক্ষ মাহবুবুল আলম যেভাবে এগিয়ে এসেছেন, তা আমাদের জন্য আশার আলো। আমি তার প্রতি এবং যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।