
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় অবহেলিত অবস্থায় পড়ে থাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একের পর এক চুরি হচ্ছে মূল্যবান মালামাল। রক্ষণাবেক্ষণের ঘাটতির সুযোগে চোরচক্র ভবনের ভাঙা দরজা-জানালা দিয়ে প্রবেশ করে চুরি করছে বিদ্যুতের তার, থাই ও অ্যালুমিনিয়াম জানালা, লোহার ফ্রেমসহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম।
সরেজমিনে ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভবনটির কোনো ধরনের রক্ষণাবেক্ষণ বা নজরদারির উদ্যোগ দেখা যায়নি। ফলে ভবনটি এখন চোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
এক সময় দোকানপাট থাকার কারণে ভবনটি ছিলো জমজমাট, তবে বর্তমানে সেটি একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর ভবনটির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো নজরদারি নেই। ভবনের চারপাশের অব্যবস্থাপনা এবং নিরাপত্তার অভাবে রাতের আঁধারে নিয়মিত চুরি হচ্ছে। ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “আমরা দেখছি মাঝে মাঝেই কিছু লোকজন ভবনের ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে যাচ্ছে। কে বা কারা এ কাজ করছে সেটা আমরা ঠিক বুঝতে পারি না।
স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত এমন একটি ভবন শুধু স্মৃতিচিহ্ন নয়, এটি একটি রাষ্ট্রীয় সম্পদও। তাই এর রক্ষণাবেক্ষণে অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে করে ভবনের অবশিষ্ট সম্পদ রক্ষা পায় এবং ভবনটি যথাযথভাবে ব্যবহারের আওতায় আনা যায়।