
রাইজিংসিলেট- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে নির্ধারিত। ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দায়ের করা মামলা বাতিল ও জামিন আবেদনের শুনানি পিছিয়ে আগামী অক্টোবর মাসে নির্ধারণ করা হয়েছে।
১৭ আগস্ট (রোববার) সকালে হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে খায়রুল হকের পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এতে আপত্তি না জানালেও শুনানির তারিখ কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দেয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে অক্টোবর মাসে শুনানির দিন ধার্য করেন।
এর আগে, ৭ আগস্ট খায়রুল হক মামলা বাতিল ও জামিনের আবেদন করেন, যা ১১ আগস্ট হাইকোর্টে ওঠে। সে দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান উপস্থিত আইনজীবীরা। ফলে আজকের শুনানির দিকে সকলের নজর ছিল।
উল্লেখ্য, ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে—তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় নিয়ে জালিয়াতির অভিযোগ, নারায়ণগঞ্জের একটি মামলা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা প্লট দুর্নীতির মামলা।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীতে তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।