
গোয়াইনঘাটে নবগঠিত উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিট অফিসার এসআই রুবেল দাস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোয়াইনঘাট থানা মিলনায়তনে, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার।
সভায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ ও জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আব্দুল্লাহ আল নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন- কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মাস্টার আবুল হোসেন, এডভোকেট শাহাজাহান সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, এডভোকেট মুজাম্মিল আলী, সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, মাওলানা আইয়ুব আলী, গোয়াইনঘাট বাজার সভাপতি জিল্লুর রহমান, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছয়ফুল আলম, সাংবাদিক তানজিল হোসেন, সাইদুর রহমান, সমন্বয়ক আব্দুর রহিম প্রমুখ।