
জৈন্তাপুরে সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. হারুন অর রশিদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার কলাগ্রামের বাসিন্দা এবং আব্দুল সামাদের পুত্র।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। সিএনজির চালক ও যানটি সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
জানা গেছে, শুক্রবার (০৭ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে মো. হারুন অর রশিদ দরবস্ত বাজার থেকে একটি সিএনজি অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন। সামনের ডান পাশে বসে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ি থেকে তিনি পড়ে যান তিনি। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।