সি.কৃ.বি. প্রতিনিধি : ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবন সংলগ্ন শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন তারা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীদের একটি গ্রুপ। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে যুক্ত হয় আরেকটি গ্রুপ। পরে একসাথে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যু্রাল প্রাঙ্গণের সামনে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যুরাল ভাঙচুর করে।
জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। পরে বক্তব্য প্রচার হলে হল থেকে বেরিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেন।
ভিডিও লিংক – সিকৃবিতে বিক্ষোভ শেষে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর