ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিটি মেয়র পদে এবার নির্বাচন করবেন না বর্তমান মেয়র আরিফ

rising sylhet
rising sylhet
এপ্রিল ১১, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- লন্ডন সময় বিকাল ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নিবেন না বর্তমান মেয়র আরিফুল হক। তিনি সোমবার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার এই সিদ্ধান্তের কথা সেখানে অবস্থানরত অন্যান্যদের জানান।

বৈঠক শেষে অন্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় মেয়র আরিফ নিজেই বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না।

তবে মেয়র আরিফ সিলেট সদর থেকে সংসদ নির্বাচনের আশা ব্যক্ত করেন। এ বিষয়ে দল কোনো আশ্বাস দেননি এমনটাও জানা গেছে। এছাড়া মেয়র আরিফ বিএনপির পদ নিয়ে কথা তুলেন। তিনি বলেন, দলে তার একটি পদ নেই! তখন বৈঠকে জানানো হয় এ বিষয়টি পরবর্তীতে ভাবা হবে।

সারাদেশের মতো সিলেটেও বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না গেলেও মেয়র আরিফ নির্বাচন করবেন বলে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই।

এর আগে, মেয়র আরিফ যুক্তরাজ্য হয়ে ইতালির মিলান ঘুরে গত ৫ দিন ধরে লন্ডনে অবস্থান করেন। গত ৯ এপ্রিল লন্ডন থেকে ফ্লাইট করার কথা থাকলেও বৈঠকের জন্য ফ্লাইটটি পরিবর্তন করেন তিনি।

৮৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।