ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। কয়েকদিন আগেই আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে তারা।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। নতুন সূচি অনুসারে, আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে ক্যারিবিয়ানদের।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ২৬ এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল। ক্যারিবিয়ানদের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

বাংলাদেশের বিপক্ষে তাদের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। আগে দ্বিতীয় ওয়ানডেতে ২০ অক্টোবর হওয়ার কথা ছিল। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭ ও ২৯ এবং ৩১ অক্টোবর।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই রকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবীয়দের তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।