ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বছরের শেষদিকে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের জন্য।

টানা পাঁচ দেশের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। আর এই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এরপর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথম টেস্টটি আহমেদাবাদে শুরু হবে ২ অক্টোবর থেকে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি দিল্লিতে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

চলতি মাসের শেষ দিকে শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যা অনুষ্ঠিত হবে ২৭, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর।

ভারত সফর শেষে বাংলাদেশে পাড়ি জমাবে ক্যারিবিয়ানরা। যেখানে তিন করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০, এবং ২৩ অক্টোবর।

বাংলাদেশের পর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলে বছর শেষ করবে ক্যারিবিয়ানরা।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭, ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। তবে, ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি,প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর,দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর,তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর,প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর,দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর,তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।