ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে ব্যবসায়ী ফোরামের আনন্দ র‌্যালি

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৯, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন (২০২৫-২০২৭) বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ হাইকোর্ট কর্তৃক খারিজ করায় নগরীতে আনন্দ র‌্যালি বের করেছে সিলেট ব্যবসায়ী ফোরাম।

সিলেট ব্যবসায়ী ফোরামের অর্ডিনারী শ্রেণীর পরিচালক পদপ্রার্থী কামরুল হামিদ, শামসুর রহমান কামাল এবং এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী মো. ইব্রাহীম খলিল ঢাকার হাইকোর্টে এই স্থগিতাদেশের বিপক্ষে গত ২৫ অক্টোবর রিট করেন। যার ফলশ্রুতিতে মহামান্য হাইকোর্ট বিভাগ অদ্য ২৯ অক্টোবর সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের স্থগিতাদেশ খারিজ করেন। এ উপলক্ষে সিলেট ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সর্বস্থরের ব্যবসায়ীদের নিয়ে নগরীতে আনন্দ র‌্যালি বের করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর বারুতখানা পয়েন্ট থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে আগামী ১লা নভেম্বর ২০২৫ পূর্বঘোষিত তারিখেই সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনে সিলেটের জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচন পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই। নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করা না হলে ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে এবং ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
নেতৃবৃন্দ আরো বলেন, ব্যবসায়ী সমাজ চায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই প্রশাসনের প্রতি আহ্বান, আগের ঘোষণা অনুযায়ী সময়মতো নির্বাচন সম্পন্ন করে ব্যবসায়িক স্থিতিশীলতা ও আস্থা বজায় রাখা হোক। বক্তারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং সিলেটের ব্যবসায়ী মহল শান্তিপূর্ণ পরিবেশে তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী ফোরামের উপদেষ্টা খন্দকার সিপার আহমদ, সিলেট চেম্বার নির্বাচনের ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণির পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওছার আহমদ রবি, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, মোহাম্মদ রায়হান উদ্দিন, ব্যবসায়ী নিয়াজ মো. আজিজুল করিম প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আনন্দ র‌্যালিতে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত হওয়ায় অভিনন্দন জানিয়ে পূর্ব ঘোষিত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।